বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব

তানজিমের এই বিদ্বেষমূলক পোস্ট নিয়ে রীতিমত বিতর্ক চলছে ফেসবুকে।
জালাল ইউনুস জানান, ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে।
তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে... তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারো আঘাত যদি লেগে থাকে হি ইজ সরি ফর দ্যাট। একটা কথা এসেছে নারীদের ব্যাপারে।
No comments