Breaking News

আমেরিকায় বিবাহবর্হিভূত সম্পর্কের জেরেই পদচ্যুত হন সেই চীনা পররাষ্ট্রমন্ত্রী: রিপোর্ট

কিন গ্যাং, ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে তাকে পদচ্যুত করা হয়। পরবর্তীতে তার পূর্বসূরী ওয়াং ই-কে পুনরায় ওই পদে ফিরিয়ে আনা হয়।

হঠাৎ করেই তাকে ওই সময় পদচ্যুত করা হয়। আর পদ হারানোর আগে প্রায় এক মাস থেকেই কিনকে জনসমক্ষেও দেখা যায়নি। কেন তাকে পদচ্যুত করা হলো তখন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

এবার প্রকাশ্যে এল নেপথ্যের কারণ। জানা গেছে, মূলত বিবাহবর্হিভূত সম্পর্কের জেরেই চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সেসময় কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সেই সম্পর্কের জেরে জন্ম হয়েছিল এক শিশুরও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে পদ থেকে অপসারিত হওয়া চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে সরিয়ে দেওয়া হয়েছিল বলে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

No comments