Breaking News

‘বিশেষ’ ম্যাচে রোনালদোর অনন্য মাইলফলক

 ম্যাচের আগে কোনো দেশ সফরে এমন অভিজ্ঞতা হয়ত কমই হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। বিভিন্ন কারণে ইরানের ক্লাব পেরসেপোলিসের বিপক্ষে হওয়া ম্যাচটি বিশেষ হয়ে রইল পর্তুগালের এই আল নাসর তারকার কাছে। এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে গোল না পেলেও জয়ে পেয়েছে তার দল। তার আগে ইরানে যে অভ্যর্থনা তিনি পেয়েছেন তা সত্যিই বিরল।

মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই সব ভিডিও। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইরানে যাওয়া আল নাসরের হলুদ রঙের টিম বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশে তিলঠাঁই ছিল না! বাসের পিছু দৌড়েছেন প্রচুর লোকজন। আল নাসরের খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছেন, সেটি একটি পাহাড়–লাগোয়া। ইরানের ফুটবলপ্রেমীরা রীতিমতো পাহাড় বেয়ে উঠেছেন রোনালদোকে একনজর দেখার জন্য। নিরাপত্তারক্ষী বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি সামাল দিতে।

২০১৬ সালের পর এই প্রথম ইরানে খেলতে গেল সৌদি আরবের কোনো ক্লাব। দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকায় মাঝের এ সময়ে দুই দেশের ক্লাবগুলোকে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হতে হয়েছে।


No comments